বয়ে যায় নিদ্রাহীন
                    আতঙ্কের রাত,
ঐ বুঝি আসে মানুষ
আমারই মত,অথচ মানুষ নয়।
শংকিত গুহাবাসী
আগুনের চারপাশে বহিঃমুখি,
পাশব হিংস্রতার প্রতিরোধ ছবি।
ছাপিয়ে যায় আদিম পাশবতা
নদীগর্ভ,মহাকাশ,ইথার জয়ী
অতি মানবীয় ধর্ম-উন্মত্ততা।
হয়ত হাজার বছর পরে
খনন কার্যে  উন্মোচিত হবে
সভ্যতার নথি।অতিমানবের
অন্তঃআঁধার,ধবংসের কারণ বলে
লিখে গেছে কোন কবি।