তুমিই প্রথম এসেছিলে-পুজারিনী,
লাজুক নুপুর নিক্কনে রিনিঝিনি
হাতে নিয়ে ভরা ডালি
সদ্য ফোটা লাল গোলাপ।
এসেছিলে দ্বারে,নেড়েছিলে কড়া
অজুহাত ছিল দেখে নেওয়া পড়া,
বুঝিনি তখন অবু্ঝ কিশোর
গভীর চোখের আলাপ-সালাপ।


   বিকশিত প্রেম ছড়ায় ছড়ায়
   হাসি-কথায়,লেখায়-পড়ায়,
           অঙ্গে জড়ানো প্রথম শাড়ি
           পুজোর বিকেলে বকুল তলা।
রাগ-অভিমান,বুক দুরু দুরু
চোখের আড়ালে সাহারা মরু,
হাজার কথার বুদ্ বুদ্ বুকে
অকারণে বলা না-বলা।


   প্রানের ছোঁয়া মিষ্টি মধুর
          একটু  ছোঁয়ায় প্রান ভরপুর,
   দেবী,স্বর্গ সুখের বার্তা খুজি
             আজকে যখন নারী ঘরে।
অনেক পেয়েও কী যেন নেই
ভাবনা-ভেলার সূত্র ধরেই
তোমার তীরে মন ভীড়ে যায়,
  বছর কুড়ি হাঁটার পরে।