ভ্রম
           অচিন্ত্য সরকার

আমার জীবন মরুতে কবিতাটুকু মরুদ্যান
মরুদ্যানেই যদি মরীচিকা দেখেছো তুমি,
বৃথাই বাসনা তোমার,করবে মরু অভিযান।


উটের পিঠে চড়তে মরু মন্দ লাগে না জানি
উটের পায়ের জ্বালার খবর আর কেও নয়,
আমি মরু আর ঐ বেচারা উট কেবল জানি।


তাই তো বলি কৃষ্ণকলি,যাও যেথায় অলি।
ঝলসে যাওয়া মরুর বালি মুক্তো ভ্রম হয়,
পারোনি তুমি বুঝতে তার মনের অলিগলি।


মরু আছে সূর্যমুখে চেয়ে,ঝলসে যেতে যেতে
দূর থেকে তার আগুন শরীর সোনাঝরা ভেবে,
তোমরা মাপো সুখ তার,আপন নিক্তি মেপে।