বিষয়-খোঁজ


        ১.খুঁজি যাঁরে
            অচিন্ত্য সরকার


খুঁজি যাঁরে লুকিয়ে বুকে
সারাজীবন মিথ্যে খোঁজা,
তাই তো ক্লান্তি পথ চলাতে
রোগ শোকের জীবন বোঝা।


         ২.কি যে খুঁজি
               অচিন্ত্য সরকার


কি যে খুঁজি,কি যে খুঁজি,অস্থির অনুক্ষণ
দিন শেষে দেখি খুঁজেছি যারে,চায়নি মন!
আবার খোঁজার পালা শুরু,মনের দোটানে
কি যে খুঁজি,সঠিক করে,মন কি তা জানে!


  


বিষয়- মুক্তি


             ১. মুক্তির স্বাদ
                 অচিন্ত্য সরকার


ছিড়েছি নাড়ির বাঁধন মুক্তির স্বাদ পেতে
পথে পথে ঘুরে ফেরা এদেশ সেদেশ,
বাঁধনে বাঁধনে বেঁধে মুক্তির জলপরী স্বাদ
ডানাখসা মনপাখি ধরে সন্ন্যাসী বেশ।

              ২.দোরোখা মুক্তি
                   অচিন্ত্য সরকার


খাঁচার পাখি মুক্তি খোঁজে নীল আকাশে
বাড়তি খাবার করবে হজম মুক্তি মেখে,
মুক্ত পাখি শূণ্য গাছের ডালে ডালে ঘুরে
মুক্তির স্বাদ চাইছে পেতে খাবার চেখে।