বিষয়-স্বপ্ন



          ১.বাঁচার স্বপ
               অচিন্ত্য সরকার


মৃত্যুর মিছিল চলেছে নীরব পদচারণায়
চাপা হাহাকার বাতাসে বেড়ায় ঘুরে,
তবু,এগিয়ে যাবার লক্ষ্যে থেকে অবিচল
বাঁচার গানে গলা মেলাই স্বপ্ন জুড়ে।


            ২.স্বপ্ন গেলা
                অচিন্ত্য সরকার


স্বপ্নের বেলুন ওড়ে লাল-গেরুয়া-সবুজ
স্বপ্নের মাঝে ধরার চেষ্টা নিতান্ত অবুঝ।
আঙুলের ডগা ছুঁয়ে চলে যায় সব সুখ
স্বপ্ন গিলে কাঙালির আবার ভরে বুক।