কম্পাস দেখে আদর্শ
        অচিন্ত্য সরকার


আকাশ ছুঁয়েছে দম্ভ
মিথ্যেরা উড়ে চলে মেঘের ডানায়
আকাশের নীল সাদার অধীকারে,
চমকে উঠে নিজের ছায়া মূর্তিতে
বাঁচার জন্য শুধু মারে।


ক্ষমতা- পৈত্রিক সম্পত্তি,  
যথেচ্ছ ভাগ বাটোয়ারার হরিলুট
চলে জনগণের নামে বেনামীতে,
রোজ জাত-ধর্মের কলা কৌশলে
স্লোগানী দেশহিতার্থে।


তেল-লোভী নেতৃত্বে
মালিশ-পালিশ ওয়ালার সৌভাগ্যে
সততা,দক্ষতা সবার পেছনে একা,
অচল পয়সার দামে বাকী বিকোয়
সেকেলে সব বোকা।


আইন আছে বলের
সকাল বিকেল ডিগবাজী খায় নীতি,
পকেট মেপে পালটে যায় মতাদর্শ,
কৃষক মরে সাধের মরণ খবরে ওঠে,
কম্পাস দেখে আদর্শ।