দেখা আর হয়নি
     অচিন্ত্য সরকার


দেখা আর হয়নি,হবে না যে,
তখন তা আদৌ জানতাম না।


মাথা নীচু করে,ওড়নার আঁচলে আঙুল
জড়াতে জড়াতে,অশ্রু টলটলে চোখ দু'টো
ঈষৎ তুলে,অস্ফুটে বলেছিলে,
আবার দেখা হবে তো?


বাসের পাদানিতে এক পা রেখে,
শরীরটা অর্ধেক ঝুলিয়ে,কান্নার কুণ্ডলী গিলে,
বলেছিলাম,বারেক পলক তুলে,
কেন হবেনা,নিশ্চয় হবে!


দেখা আর হয়নি,একবারও হয়নি...
ইছামতীর জোয়ার ভাটার ছন্দপতনও হয়নি,
তবু,সেই অকৃত্রিম আর্তি, সেই মায়া চাওনি,
সেই কৈশোর-স্মৃতি আজও ভোলা যায়নি।


কাজের নামে অকাজের ভিড়ে হলাহল,
পথ ভুলে চলে গেছি দূরে,মরীচিকা সুরে,
তবু,ধ্রুবতারা হয়ে উঁকি মারে কোন সুদূরে,
স্মৃতি পথে আজও মনের চলাচল।