দুর্দিন            
             অচিন্ত্য সরকার


করোনার কবলে,বন্দিহয়ে ঘরে,
টিপ্পনি কাটে শুধু অস্থির বরে
অফিস নেই তার কি বা করে,                                    
                          গা ঘিন ঘিন।


আমিও ঘরের কাজ করি একা,
কাজের মেয়ের নেই তো দেখা
সিরিয়াল গুলো,তাও আগে দেখা,                            
                          কাটে না দিন।


কবে হবে সব,আগের মতো ঠিক,
এই ভেবে চেয়ে থাকি পথের দিক
শূন্য রাস্তা কেও নেই কোন দিক,                              
                              বড়ই দুর্দিন।


কাজ নেই মাঠে,কাজ নেই কলে,
পৃবিবী পুরোটা করোনার কবলে
বিজ্ঞান দিশেহারা ভাইরাস ছলে,                            
                            যেন শক্তিহীন।


আর যে পারি নে সইতে এ ভয়,
শক্তি সাহসের তিলে তিলে ক্ষয়
একত্রে লড়তে হবে করতে জয়,                            
                             আসবে সুদিন।