দূষণ বাড়ে          
            অচিন্ত্য সরকার


ভাগের মা,তাই গঙ্গা প্রাপ্তি বাতুলতা।
জন্মের সময় ভাই,ভাগের সময় শত্রু।
মা,মা ই,দু'চোখে গঙ্গা পদ্মা পেলবতা।
প্রহরী,বেড়া,লাল ফিতে বাঁধা আইন
থাকে সব।শিকড় বাড়ে মাটির মমতায়  
জীবন,হৃদয়,কবিতা,অদৃশ্য অন্তরালে ।
গণিতিক সত্য,চুলচেরা ভাগ,অর্থহীন।
ডাল পাতা শরিকি জটলা বোঝে না,
সূর্যের টানে এগিয়ে যায় কালে কালে।
গায়ের জোরে ছেঁটে দেওয়া যায় বটে,
তবে তাতে দূষণ বাড়ে,আকাশে বেড়ি
পরানো হয়,যা ঘটার তা অবশ্যই ঘটে।