এক চিলতে রোদ্দুর
অচিন্ত্য সরকার


আমার স্কুল বারান্দার এক্কেবারে দক্ষিণ কোণে
এক চিলতে রোদ্দুর সারাদিন উষ্ণতা বোনে
আনমনে।শীতের দিনে ক্লাসের অবসরে
আমরা কেও থাকিনে ঘরে,যে যেমন পারি
রেলিং এ পিঠ রাখি উষ্ণ সেক পেতে হাড়ে।
কত রকম গল্প জমে উঠে,মনখোলা হাসির
সাথে;রমেশ দার টিফিন চুরি,সৌরভ দার চাবি
সন্দীপের ফোন করা,আশীষের মাথা ঘোরা,
ক্লাসের বিচিত্র সব অভিজ্ঞতা,আরও কতো কথা
বুড়ো খোকাদের খুনসুটি সব,কিংবা ডি এর দাবী।
এর ফাঁকে ক্লাসের ঘণ্টা বাজে,আবার যাই কাজে
গ্রিলের ফাঁকে দেখা পলক-দৃশের মত দিন কাটে
চড়াই উতরাই পথ পেরিয়ে সুখ-পাখি গন্তব্যে
সব পাবার মোড়কে লুকিয়ে,না-পাবার ব্যাথা  বাজে।
আমার স্কুল বারান্দার এক্কেবারে দক্ষিণ কোণে
এক চিলতে রোদ্দুর সারাদিন উষ্ণতা বোনে
আনমনে।হাজার প্রাণের তরুণ চপলতা আর
সূর্য-শুদ্ধ উষ্ণতা ভরুক সব প্রাণের আঁধার কোণে।