এখন বাঁচি
           অচিন্ত্য সরকার


চিঠি চলে চালা চালি
ভালোমন্দ গালাগালি
ঠিকবেঠিক ঠেলাঠেলি
                        রোজ,
ভাড়ার শূণ্য ঘরে
না খেয়ে কে মরে
নিরপেক্ষ চোখ মেলি
                     খোঁজ।


করোনা মহামারি
পৃ্থিবীতে অতিমারি
দুর্দশা অতি ভারি
                  ভাই,
না করে দ্বন্দ্ব
না শুকে গন্ধ
যেটুকু পারি করি
                 তাই।


ভোট আছে হবে পরে
ভোটার বাঁচলে ঘরে
হাজারে হাজারে মরে
                   রোজ,
শ্রমিক কাজহারা
দুঃখ সীমাহারা
ফিরবে কি করে ঘরে
                    বোঝ।


আতঙ্কে মরি মোরা
ঠিক কথা বল তোরা
কোথায় কি করা
                যাবে,
সংখ্যাটা সঠিক
জানি যদি ঠিক
সাবধান হবো মোরা
               তবে।


পরে হবে রাজনীতি
মারামারি হাতাহাতি
এখন বাঁচার গীতি
                  গাই,
কাছাকাছি মন
হতে হবে এখন
কাটাতে এই কালরাতি
                  ভাই।