ফিরে এলাম
         অচিন্ত্য সরকার


যম ধরে মেরেছিল একটা হ্যাঁচকা টান
তারপর পা পিছলে নিজেই খানখান।
যমরাজ রেগে গিয়ে চাকরি খেল যমের
ঘরে বসে যম পথ খোঁজে শুদ্ধিকরণের।


আমি বলি যম ভাই ভুল করলে আবার
দরকার কি ছিল কিছু হ্যাঁচকা টানটার!
বাধার পাষাণ ভেদ করে যে পাষাণভেদী
হ্যাঁচকা টানে সহজ কি টলানো তাঁর বেদী!


আবার ফিরে এলাম তাই জীবনের ঘাটে,
পানসিতে ভর দিয়ে তুফান কাটি বাঁকে বাঁকে।