ফিরে যায় মন
                অচিন্ত্য সরকার


ধুলো জমা ছেঁড়া বই,পুরনো অকেজো
মন তবু অবুঝ নাছোড়, ফেলতে বারণ।
এক কোনা থেকে আর, কি করার জো,
কেন রাখি তার কোনো নেই তো কারণ।


মাঝে মাঝে ঝাড়া ঝাড়ি,মাসে একবার
দরকার হয়তো বা,কোন এক কাজে।
গায়ে গায়ে লাগা পাতা,জঙ রঙ তার,
ধুলোর সাথেও নাকে,গন্ধ আসে বাজে।


হঠাৎ পাতার ফাঁকে,গোলাপ পাপড়ি
শুকনো শরীরে তার,ফাটা ছটা দাগ।
হারিয়ে গেলাম দূরে, স্মৃতি সিন্ধু পাড়ি
মাখা আছে পাতা জুড়ে,তার অনুরাগ।


অকেজো বইটা আজ,বড় যে আপন,
সুখের জীবাশ্ম দেখে,ফিরে যায় মন।