দু’ চারটে কবিতা পড়ার পর
ফ্রী নেট টা ক্ষীণ হয়ে আসে,
আসে কোম্পানির অ্যালার্ট বার্তা
দুটো,তিনটে একেবারে পর পর।


ভাবি ফ্রী তে কী বা আর পাওয়া
লেখা,পড়া,উপদেশ কিংবা খাওয়া?
আমরা হয়েছি বড্ড বেশি দামি
ধ্বংস করেছি ফ্রী বিশুদ্ধ হাওয়া।


আমরা হয়েছি বড্ড বেশি দামি
গঙ্গায় সুড়ঙ্গ পথে আমাদের আশা,
আমাদের সুরম্য ঘরে বড্ড বেমানান
গাঁয়ের দুখিনী মায়ের ফ্রী ভালোবাসা।


আমরা হয়েছি বড্ড বেশি দামি
মুল্যের চুলচেরা বিচার মানদন্ডে,
অমুল্য ‘মা’ আর অমুল্য ‘প্রকৃতি’
তাই রোজ মেখে খাই শ্রাদ্ধ-মন্ডে।