ঘোষ গিন্নি
অচিন্ত্য সরকার


ঘোষ গিন্নি রাগে ফোঁসে
আসুক ঘোষদা বাড়ি,
শ্বাশুড়ি বুড়ি এই বয়সেও
গিলছে কাড়ি কাড়ি।


ঘোষদা এসে কড়া নাড়ে
গিন্নি খোলে না দোর,
ঠায় দাঁড়িয়ে শীতের রাত
ঘোষদার হলো ভোর।


ভোর না হতে ঘোষ গিন্নি
চেঁচিয়ে জাগায় গাঁ,
রক্ষে করো,রক্ষে করো
ধরে বলে বউ এর পা।


পা ছাড়িয়ে টিড়িং করে
গিন্নি ঢুকলো ঘরে,
ছেড়া একটা শাড়ি এনে
পরতে বলে বরে।


ঘোষদা বলে ব্যাপারটা কি
খুলে বলোনা দেখি,
ভেঁঙচে বলে ঘোষ গিন্নি
জানেনা কিছু নেকি!