ঘুঘুর বাসা
         অচিন্ত্য সরকার


মস্ত বড় আফিস বাবু
বাড়িও যে তার মস্ত,
মনটা শুধু ঘুঘুর বাসা
একটুও নয় প্রশস্ত।


চোখের উপর বাড়তি পাওয়ার
নাকের উপর বসে,
ফন্দি আঁটেন সারাক্ষণ
নস্যি নিয়ে কষে।


পায়ের আগে পেট চলে তার
মাথার আগে টাক,
মেজাজ খানার সৌজন্যেই
এলাকায় হাকডাক।


ডিএ টিএ'র হিসেব পাকা
অংক কষেন রোজ,
পরের বাড়ি খাওয়ার বলা
চাই যে মহা ভোজ।


বন্ধু বান্ধব আসলে বাড়ি
বেজায় ব্যস্ত তিনি,
মোটা চাল ও আলুমাখা
বাজার হয়ে ওঠেনি।


গিন্নিও তার সমান যোগ্য
মোটা সোটা চকচকে,
পড়শিরা চোখ টিপে কয়
বেজায় তিনি কুচুটে।


ছেলের পাতে মন্ডা মিঠাই
শ্বাশুড়ি কে দেন খই,
মনের পাঁক ঢাকতে রোজ
মুখে মাখেন টকদই।


মস্ত বড় বাড়ি তাদের
গাড়ি দু'টোও দামী,
অ্যালসেসিয়ান কোলে তুলে
দু'বেলা খান হামি।


বন্ধু পড়শি ছোট লোক
লাই দেন না বেশি,
গায়ের গন্ধ লুকাতে চাই
পারফিউম টা বিদেশি।


মস্ত বড় বাড়ির ছাদে
নানা ফুলের চাষ,
মনের জানালা বন্ধ সব
শুধুই ঘুঘুর বাস।