মহাভোজ
        অচিন্ত্য সরকার


না পাওয়ার এই ব্যাথা,শুধু কি তোমার একার?
তা তো নয়,সে তো তুমিও জানো।শুধু তফাৎ কোথায় জানো?তোমার একাকিত্বের ব্যাথার মাঝে সকল কে পাও।সমস্ত পৃথিবীটা তোমার কাছে আসে, উজাড় করে দিয়ে তৃপ্ত হবে বলে।আর আমি, সকলের মাঝেও একা,নিতান্ত একা...জীবন রস উজাড় করে দিয়ে,সঞ্চয় করে চলেছি শুধু ব্যাথা।
সে ব্যাথা কবিতা হয়ে আসবে কোন কালে, সেই প্রতীক্ষায় বয়ে চলা কান্নার স্রোত পাঁজরের অন্তরালে।কেঁদে কেঁদে যখন তোমার অভিমান জানাও, মনে হয় এ ব্যাথা যেন আমার ছিল না কোনো কালে,আমি যেন সব পেয়েছির কল্পপুরুষ, জন্মেছি প্রণয় টিকা নিয়ে ভালে।বড় কষ্ট হয়,জানো।বড় রাগ হয় নিজের উপর।কেনো যে ভালো ছেলের মোহে পেয়ে বসলো ছোটবেলা থেকে! মান,সন্মান,দায়িত্ব,সহ যেন স্বার্থপর এই পৃথিবীতে এক একটা অটোমেটিক চলমান বোঝা,যে বওয়া অভ্যাস করেছে,তার ঘাড়ে গিয়ে চাপে একের পর এক রোজ,আর অন্যদের?.......মহাভোজ।