হংসমিথুন মোহে
       অচিন্ত্য সরকার


তোমায় নিয়ে যুগে যুগে হংসমিথুন মোহে
পাগল কবি আত্মহারা সৃষ্টি সুখের ঘোরে,
দিন রাত্রির গড়তে খাটে শব্দ তাজমহল
বারেক তারে নিয়েছে কি উষ্ণ বাহুডোরে?


তুমি খোঁজ রাজপুত্তুর পক্ষীরাজে সাওয়ার
উড়িয়ে তোমায় নিয়ে যাবে বীরপুরুষ ছলে,
সোনায় মুড়ে রাখবে দাস দাসীদের ভিড়ে
সুয়োরানীর আসন পাবে সপ্ত রানীর মহলে।


চন্দন পালঙ্কে শুয়ে পথের পানে থাকবে চেয়ে
মুখ ভর্তি দাড়ি নিয়ে কবি বাঁচবে অসুর পুরে,
চাঁদের গায়ে কলঙ্ক লাগবে,গ্রহণ হবে সমাগম
তবু কবি গাঁথবে কথা তাজমহলের ছন্দ সুরে।


একটু ছোঁয়ার পরশ দিলে,গোলাপ কুঁড়ি ঠোঁটের
হাজার গোলাপ ফুটতো আরও কাব্য অবকাশে,
দাড়ির ফাঁকেও হাসতো কবি দূষণ রেখে দূরে
ভালোবাসায় বন্দি অটল,রানী হয়ে হৃদয়পাশে।