হারাবার ভয়ে
     অচিন্ত্য সরকার


কিসের জন্য এতো অহংকার আমার,
বার বার উপেক্ষা করি তোমার ডাক?
এই উত্তর পেতে হয়রান হই আমিও,
আয়নার সামনে যেয়ে দাঁড়াই বার বার।
প্রতিবারই ভাবি,কিসের মোহ আমার প্রতি
এখনো তোমার,তুমি যে রাজরাণী!
কি বা বাড়তি আমার আছে দেবার,
যার জন্যে তুমি,আজও তীর্থের কাক?


বেশ ভালো লাগে জানো,ভরসাও পাই,
নির্জনে মনে মনে গভীর ভাবে ভাবি...
পৃথিবীর সব হৃদয় এখনও হয়নি নির্বাক।
পেট,পকেটের সব দাবী,অধিকার ছাপিয়ে,
এখনও কোথাও কোনো নির্জন সৈকত থেকে
শোনা যায়,হৃদয়ের বিশুদ্ব বাণী।


তখন তোমাকেও একটা কথা বলতে
খুব ইচ্ছা হয়।যদিও এসব কথা মুখে বলতে,
আমার আজও বড় সঙ্কোচ হয়।
সেই যৌবন কালের মতো একই রকম,
ভয়ঙ্কর একটা অভিমান হয়,
ভাবি,বলতে হবে কেন মুখে!


তবু বলি,আসলে,যাকে তুমি উপেক্ষা বলো,
তা হলো অপেক্ষা,অমূল্য অপেক্ষা।
বুঝলে না তো?আচ্ছা ধরো,
তুমি যখন দামী ভারী সোনার গয়না গুলো
সিন্দুকে রেখে,ইমিটেশন পরে বেড়াও নির্ভয়ে,
তখন কি সোনা কে উপেক্ষা করো,নাকি...
সুদিনের অপেক্ষা করো,হারাবার ভয়ে?