বুলেট কেড়েছে প্রান
ধুলোয় মিশেছে জীবনের মান
যুগে যুগে,প্রতি যুগে ক্ষমতার হুজুগে।

বিরুদ্ধে কথা বলেছে লোক
ফরমান জারি ‘পান কর হেমলক’
সুধা ঝরেছে শুল-বিদ্ধ প্রেমের ঠোঁটে।


রক্ত চোখের বিষাক্ত ঈঙ্গিত
মানুষ গেয়েছে জীবন সংগীত
ওজিমেন্ডিয়াস শির ধুলায় লোটে।


ভোঁতা হয়েছে বুলেট
খুলে গেছে বাস্তিল দূর্গের গেট
মানুষ রেখেছে চোখ ক্ষমতার চোখে।


পুনরায় ভুলে গায়ের গন্ধ
হায়ানার মোহে বারেক অন্ধ
ইতিহাস ভুলে, ঠুলি বেঁধে ছোটে।