হোক সত্যি
          অচিন্ত্য সরকার


এক বার আগে বাঁচি,জয়করে মারী
অবহেলা করবো না,আর কোনদিন,
তোমার বুকে আশ্রয়,সব কিছু ছাড়ি
তোমার চাওয়া পূর্ণ,আমার সুদিন।


ভালোর বোঝায় ক্লান্ত,রাখতে সন্মান
সমাজ নিয়ম নীতি,বেঁধেছে আমায়,
ক্লান্ত হয়েছি রোজ, ভুলে প্রেম গান
বারে বারে অবহেলা করেছি তোমায়।


এবার আমরা যাবো, দূর গ্রাম ছায়ে
ঘাসের গালিচা পেতে, বসবো দু'জনে,
কখনো বসবো চেপে, নদী বুকে নায়ে
এক হয়ে মিশে যাবো,দেহে আর মনে।


পরকালে পাবে বলে,মিথ্যে যে সান্ত্বনা
এ কালের হেমন্তে তা,হোক সত্যি সোনা।