ইচ্ছে-বোঝা
                    অচিন্ত্য সরকার


ল্যাপটপ সাথে ব’ইয়ের বোঝা
       টনটন করে কাঁধ,
  ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা
       ডাক্তার মায়ের সাধ।


আমার ইচ্ছে দোল খাই লতায়
       আকাশে উড়ায় ঘুড়ি,
   সন্ধে বেলা ঠাকমার কাছে
      গল্প,চাঁদের চরকা বুড়ি।


পুকুর ঘাটে মাছ ধরি ছিপে
      বিকেলে খেলি গুলি,
  আকাশ পাখি দেখে দেখে
     আঁকি দিয়ে রঙ তুলি।


ঝড়ের মাঝে কুড়াতে যাই আম
     সাঁতার কাটি ঘাটে,
  উদাসী বাউলের সাথে সাথে
    ঘুরে বেড়াই মাঠে মাঠে।


আমার ইচ্ছেরা গুমরে গুমরে
    বুকের গভীরে মরে,
  মা বাবা রোজ পড়তে বসায়
   মাস্টার আসে বন্ধ ঘরে।


মন আমার বসে না পড়ায়
    শৈশবও মরে যায়,
বাবা মা ও ইচ্ছা পুরণের
   উপায় খুঁজে না পায়।