জানালা
            অচিন্ত্য সরকার


কিশোর মনের জানালা খুলে যেদিন
বাহির পানে প্রথম চেয়েছিলাম,
তোমার কাজল চোখের যাদু মায়ায়
চির অমলিন সে মুগ্ধতা নিলাম।


ঘর,মন,হৃদয়ের সবকটা জানালা খুলে
আজও বসে থাকি পথপানে চেয়ে,
কিশোর প্রেমের সেই আবেগে আরবার
আসবে চপলা হরিণীর মতো ধেয়ে।


ঘরের জানালা বরাবর বয়েছে বাতাস  
উত্তর,দক্ষিণ,মৃদুমন্দ শীতে গরমে,
শরীর ছুঁয়ে ছুঁয়ে আলগোছে মাখামাখি
হৃদয়ের জানালা বন্ধ গোপন মরমে।


কোলাহল শেষে ক্ষণিক অবসরে যখন
বিরহী জানালার কপাট খুলে বসি,
ষোল কলায় কলঙ্ক লুকিয়ে দূর গগনে
তারাদের সাথে বাসর জাগে শশী।


লোহার গরাদ আটক জানালার দু'পার,
সোনার সিন্ধুকে রাখা হৃদয়ের মণিহার।