জীবন
    অচিন্ত্য সরকার 


চোখে কৃষ্ণ মেঘের কাজল।ময়ূর কন্ঠে 
পূর্বরাগী দৃষ্টি।মোহগ্রস্ত বিরহ যাপন।
গৌরাঙ্গ দেহে নিশ্চয় মিলবো দু'জন,
সুখপাখি অঙ্কুরিত ছোলা খাবে দু'বেলা। 


বাতাসের বেখেয়ালে ঝরাপাতা বুড়ি,
পাতা কুড়ানীর কাছে অনুগ্রহ মাগে।
পারলৌকিক সুখের মোহ বিলাসিতা,
নাতি প্রতিশোধ নেবে,বৌমার বুড়িবেলা।


অমৃত ঢেঁকুরে ওঠে হা-হুতাশ বুদবুদ। 
মীরাবাঈ ভজন গায়,বাস্তিল দুর্গে 
রক্ত ঝরে।দৈব দীর্ঘসূত্রীতার মারপ্যাঁচে, 
রক্তবীজ বাড়ে,দেব দ্বিজে হয় অবহেলা। 


দধীচির আত্মত্যাগ,পরশুরামের মাতৃ হত্যা।
 ঠিক বেঠিক আপেক্ষিক মোহ।
বাজার-থলেতে জীবনী শক্তির বহতা। 
হাওয়ায় গতিপথে ছুটন্ত জীবনের মেলা।