তোমার চোখে,ঠোঁটে ও বুকে
বেদন কাতরতায়,কিংবা সুখে
তোমার কথনে,দুলকি চলনে
তোমার ভ্রূ ধনুর বঙ্কিম টানে,
তোমার গানে,শয়নে স্বপনে
অযুত সহস্র কবিতার পটভুমি।


কখনও হঠাৎ আকাশ নীলিমাকে
রামধনু মেঘ দিয়ে যায় চুমি,
কখনও আসে দামাল বাতাস
আলুথালু করে যায় কেশ, যখন
আধ খোলা ঠোঁটে ঘুমাও তুমি।


তোমার প্রেম গানে ভারি হওয়া গলা
অশ্রু লুকাতে নানা ছলা কলা,
নিষ্প্রোজন অস্থিরতায় তালকাটা
গৃহের খুঁটিনাটি  যতসব কাজ,
বৃথা মনে হওয়া বিকেলের সুখসাজ।


তোমার একাকিত্ব ভরে আমার কবিতা
তোমার মিলন কাড়ে আমার ছবিটা;
তোমার অঙ্গ জুড়ে কবিতার মেলা
বিচিত্র শিখি পুচ্ছে করে চলে খেলা।