কর্মখালি? না, এই মুহুর্তে খালি নেই তবে..
কয়েকটা পদ খুব তাড়াতাড়ি খালি হবে।
কি পদ? যোগ্যতা কি? বেতনই বা কত?
আরে দাঁড়ান মশায়,দাঁড়ান,এত তাড়া কিসের?
নীলকণ্ঠ হতে পারলে জ্বালা কী আর বিষের?


হ্যাঁ কি যেন বলছিলেন,কি পদ?আরে মশায়,
দাদা দিদির পাশের পদ,এক কথায় সম্পদ!
অভাব?এক্কেবারে ভুলে যাবেন;ধারে ভারে-
এক্কেবারে ফুলে যাবেন-দু’হাতে করে খাবেন।
যোগ্যতা?হ্যাঁ, এবার সে কথায় আসি;আসলে...
কথাটা কি জানেন?যাঁদের পদ যাবে তাঁরা বড্ড
নিরামিষাশি,কেমন সেকেলে,কড়া আর বাসি ;
ওদের মেরুদন্ড গুলো একটু বেশিমাত্রায় খাড়া
সহজে বাঁকে না, তাই দাদা বলেছেন, ওদের তাড়া।


নতুন যারা আসবেন ওদের ওটা না থাকলেই ভালো
যদি একটু থাকে,যেন কোন ভাবেই সোজা না হয়;
হার্টে অন্তত একটা ফুটো,আর কান দুটো কাটা চাই।
কোয়ালিফিকেশন?কমপক্ষে এম.ডি.ডি. হ্যাঁ,হ্যাঁ
মাস্টার ইন ধামা ধরা এবং এম.টি.এম. হতে হবে।
কি, এটা বুঝলে না?আরে বাবা!মাস্টার ইন তেল মারা।
তবে শুধু এই ডিগ্রী থাকলে হবে না; পি এইচ ডি ইন
ভোটার ম্যানুপুলেশন,খিস্তি এন্ড মাসল ম্যানিফেস্টেশন
এসব বিষয়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে।
দলিত কিংবা সংখ্যালঘু হলে ভালোয় হয়,তবে না হলে...
আমার দিকে একটু তাকাবেন,ওতেই নেব সব চালিয়ে।
বেতন?কি যে বলেন;এ আর বলতে হয়,খাতায় কলমে
কিচ্ছুটি নেই ,তবে সবই,হ্যাঁ হ্যাঁ সবই, পাবেন ব’কলমে।

চাকরি পাকা?প্রশ্নটা বড়ই জটিল কাকা;তবে গ্যারান্টি দিচ্ছি;
এক বার একাজে দক্ষ হলে,কাজের যোগান সব আমলে।