কথা দিচ্ছি            
               অচিন্ত্য সরকার


এখন তোর একটাই হবে সান্ত্বনা,আগের মতো করে,আবার আমার কবিতা শোনা।আবারও যদি কোন দিন,তোর জীবনে আসে সুদিন,আমার পাশে বসার,ঠিক আগের মতো করে কারণে অকারণে।কথা দিচ্ছি আমি,আবার ফুটবে গোলাপ, আগা শুকনো কাঁটা ভরা ডালে,আমার কবিতা কথার তালে তালে।আমার কোলে মাথা রেখে,সোহাগি পরশ মেখে,আমার কবিতারা মাখাবে ওষুধি,কাফের দৈত্যের নখের ক্ষতে।কথা দিচ্ছি আমি,আবার বসন্ত আসবে শিমুল পলাশের সাজে, তোকে সাজাবে কণের সাজে,যদি মাথা রাখতে পারিস,আগের মতো বিশুদ্ধ ভরষায় আমার কাঁধে।আমার কবিতারা ফোঁটাবে জীবন কুড়ি,মৃত্যু নিরাশার আগল ঠেলে।বাঁচার জন্য আয়,আরও একবার,আগের মতো হৃদয়ের টানে,সব দ্বিধা দূরে ফেলে।কথা দিচ্ছি আমি,শান্ত শুদ্ধ হৃদয় হবে,কবিতা গঙ্গাজলে।