[১]

গাছে তুলে মই কেড়েছে রসিক আমার নাগর
মধুর লোভে ভন-ভনা-ভন যখন থেকে ডাগর;
মৌ জমেছে মৌ চাকেতে
কাঁঠাল আঠা জড়ায় হাতে,
রসের ভারে মৌটুসি মন উথাল প্রেম সাগর।



      [২]
চাষীর ঘরে ঋণের বাসা,দিন এল যে হায় সর্বনাশা
আসে উন্নয়নে টগবগিয়ে,দিন-মজুরের কর্মনাশা,
তোমার থাকো ঠান্ডা ঘরে
ফসল পঁচে পোকার ঘরে,
দিন দুপুরে আলুর ক্ষেতে,পটল তোলে গোঁয়ার চাষা।


     [৩]
চলছে সভা মিছিল মিটিং,জনসভার হিড়িক
ছুটছে সবাই হন হনিয়ে ,প্রতিশ্রুতির বাতিক,
জনতা আদি জনার্দন
ভোটের বাক্সে মূলধন,
রাজার জামাই করছে কামাই,উন্নয়নে ধিক্।


      [৪]
হট্টগোলের হাট বসেছে,ঠান্ডা মাতায় ঢালছে ঘোল
ফাউল খেলে ইচ্ছা খুশি,যে যার মত দিচ্ছে গোল;
মধুর বাঁশি বাজায় কানাই
শোনার তরে মানুষ নাই,
রঙিন আলোয় ঝলমলিয়ে,বাজায় কেবল নিজের ঢোল।