মানা
         অচিন্ত্য সরকার


অনটনের পাহাড় ডিঙিয়ে
ভালাবাসা,কর্তব্য,চক্ষুলজ্জার
মূঢ়তায় যে প্রথম তোর শরীরে
ছুঁইয়েছিলো বিশুদ্ধ সোনা,
আপন স্বভাব ঔদার্যে সে বুঝিনি  
নোনা জলের এঁদো গন্ধ ভাসা
তোর হৃদয়ের উলুবনে মিথ্যে হবে
ভালোবাসার বীজ বোনা।


শৈবাল শিশির দানের দম্ভে
দীঘির অবদান অনায়াসে ভোলে,
নীরবে অশ্রু ফেলে আপন স্বভাবে
দীঘি তবু পালে কচুরিপানা।
হৃদয়ে মমতার ফল্গুধারা না বইলে
চোখে জল কি আর সবার আসে!
রুক্ষ মরুভূমির কাছে অসাধ্য
দূর্বা ঘাসের কমনীয়তা জানা।


যাকে সন্মান অর্জন করতে হয়নি
মানের গুরুত্ব বোঝা তার সাধ্য নয়,
দু'কান কাটা বড় দুঃসাহসী হয়
মানীর অনেক কিছুতে মানা।


রচনা কাল 04/02/21