মান্না দা, ও মান্না দা, শুনছেন মান্না দা,
কথা টা দিনের মধ্যে এত বার শুনে
এক্কেবারে ভুলেই গেছি বেমালুম যে
ওনার আসল নাম মদন মোহন মান্না।
আমাদের সহকর্মী,অংকের শিক্ষক,
লম্বা,মেদহীন ছিমছা্ম ঋজু গড়ন
আজীবন নিরামিষ,মাছ মাংস খান্না।

মধ্যবয়সী অনেকের কাছে আজও
এই সত্যটা প্রায় আজানা যে, তাঁর
আদি বাড়ি হুগলি জেলার তারকেশ্বর
কর্ম সূ্ত্রে দীর্ঘ দিন আছেন টাকি।
অনেকে প্রায়ই মজা করে বলেন,
মান্না দা বড়ই যেন সেকেলে মানুষ
কাজে কর্মে শিখিনি দিতে এতটুকু ফাঁকি।


কেও বা ডাকে মান্নাদা,কেও মদন দা
আর ছাত্র ছাত্রীদের কাছে,তিনি মান্না স্যার
এক হাতে চক ডাস্টার,এক হাতে ধরা ছড়ি;
ঘড়ির শাসনে নাওয়া খাওয়া স্কুলে যাওয়া
জোরাল নয় নিজের কোন চাওয়া পাওয়া;
সাদা প্যান্ট আর ছেড়ে পরা সাদা জামা
সাজ গোজ বলতে কেবল হাতে একটা ঘড়ি।


প্রেয়ার বলুন,কিংবা স্কুলের যে কোন আনুষ্ঠান
সেখানে যেন আবশ্যিক ভাবেই থাকবে
হারমোনিয়াম বাজিয়ে বলিষ্ঠ গলায়
মান্নাদার গাওয়া দু’এক খানা গান।
বাজে কথা, বেশি কথা একে বারেই নয়
নেশার মধ্যে তামাক বিড়ি কিচ্ছুটি নয়
দিনে কেবল এক দু’খানা জর্দা দেওয়া পান।


আজ মান্নাদার কর্ম জীবনের শেষ দিন
অনেকের মুখে শুনেছি এই স্কুলের জন্য
মাটিও কাটতে হয়েছে তাঁকে এক দিন।
সে কথা যদিও আজ হয়েছে ইতিহাস
মনে রাখার নেই বিশেষ কোন অবকাশ;
শুধু বিশুদ্ধ মনের কপাট খুলে বলি
মান্নাদা,তুমি ভালো থেকো,সুস্থ্য থেকো
আনন্দে বেঁচো আরও অনেকটা দিন।