মুনাফা নীতি
          অচিন্ত্য সরকার


জীবন যেন রেসের ঘোড়া
ছুটছে যে যার মতো,
প্রতিপক্ষ কে মারছে ল্যাং
যে পারছে আগে যতো।


নীতিকথা মুছে গেছে
বইয়ের পাতায় বন্দি,
সফল তারা মস্ত আজ
করছে যারা ফন্দি।


নীতি বাগিস একা অতি
লোকের চোখে দুর্বল,
সবাই ভাবে সেকেলে লোক
কেও ভাবে করছে ছল।


পরীক্ষা হলে টুকলি করে
নেতা করে পুকুর চুরি,
সাধুর সাজে ভন্ড ঘুরছে
প্রমাণ আছে ভুরিভুরি।


মুনাফা কষে চলছে সব
সেবা থেকে সম্পর্ক,
ন্যায় নীতির প্রয়োগ নেই
আছে কেবল তর্ক।