এস নবীন,এস সুদিন,
শুদ্ধ বাতাস,ঊষার আকাশ,
তোমায় দিলাম চাবির গোছা
নতুন যুগের কপাট খোলার।


ঘোচাও ক্লান্তি,তোষণ দূষণ
আন প্রান সবুজ-সতেজ;
মুক্ত বাতাস,সুজোন স্রোত
স্বপ্ন-পুরীর পাল তোলার।


আমার ভাড়ার শুণ্য করে
তোমায় দিলাম মুকুট-ভার,
নীল আকাশে শ্বেত বলাকা
মুক্ত-জীবন বীজ বোনা।


দুর্নীতি আর দূষণ তাপে
কুটিল জটিল মনের কোনা,
হৃদয় তাপে পুড়িয়ে ক্লেদ
আস্থা ফিরুক নিখাদ সোনা।


এস নবীন,এস সুদীন
শুদ্ধ বাতাস,ঊষার আকাশ,
তোমায় নিলাম বরণ করে
হাতে দিয়ে এক গোছা কাশ।