ছেলেটারএকটা চাকরি চাই
      আর চলে না সংসার,
কি যে করি,কোথায় যাই..
অন্ত নেই আর শঙ্কার।


মহিম বাবু,চলেন কোথায়?
দু'টো কথা পাড়ি,
এখন আমি ব্যস্ত অতি,
রাত্রে আসুন বাড়ি।


বলছি কি,ছেলেটার একাটা কাজ..
কি আর এমন ঘোড়া হাতি
বিলছি তো,আসুন রাতে,
আমি তো আছি,আছে পার্টি।


আসুন আসুন হারান বাবু,
বসুন দেখি এসে,
সকালে কি বলছিলেন যেন
বলুন ঝেড়ে কেশে।


ও,তাই বলুন,এই ব্যাপার
হবে,সবই হবে,
যদি জায়গা মত ঠিকঠাক সব
ধরতে পারেন তবে।


তোমায় চিনি,তোমায় জানি।,
তোমাদের সাথেই আছি,
তুমি যদি উপায় বল,
তবেই  আমি বাঁচি।


এ ব্যাপারে আমি আর কে!
আসল জগা দা।
তবে আপনি গেলে চিনবে না তো..
এই ব্যাপার টা যা।


তাইতো বলি মহিম বাবু,
দোহাই আপনার,বাঁচান
বাঁচাবো বলেই ডেকেছি,দাদা
যদি আপনি একটু তাকান।


আলাপ আমি করিয়ে দেব
তবে হাজার দশেক চাই,
অন্যের হলে দ্বিগুন হত,
শুধু আপনি বলে তাই!


কি বল্লেন?আমাদের লোক?
বেশ তো আছে দম,
তাই তো আপনার পাশে আছি,
চেয়েছি অনেক কম।


ছেলে আমার যোগ্য অতি
ইংরাজিতে অনার্স,
সাধারণ জ্ঞানে হার মানে না
সায়েন্স কিংবা কমার্স।


আরে রাখুন, আপনার যোগ্যতা,
জলে গুলে খান,
আমার কথায় রাজি না হলে
বাড়ির দিকে যান।


চাকরি! বলেন কি হে?
জগা দা যদি চায়,
বোবা লোকে কথা বলে
অন্ধ দৃষ্টি পায়।


তবে হ্যাঁ, বড় লোকের বড় খাঁই
এ কথা তো মানবেন?
আমি আপনাকে পথ দেখালাম
এখন আপনিই ভাববেন।