নিম্ন মধ্যবিত্ত
               অচিন্ত্য সরকার


আমরা মধ্যবিত্ত,তাতে আবার নিম্ন
মানটা আকাশ ছোঁয়া,সাধ্যটা ভিন্ন,
নেই কোন কোটা,নেই ত্রাণ
বাজার দামে ওষ্ঠাগত প্রাণ,
কোনো ফুল চায় না,দল থেকে ছিন্ন।


রেশনে ফ্রি নেই,রোগেতেও মুক্তি নেই
থাকি মান নিয়ে, চাওয়া টা ধাতে নেই,
আভাব পড়ে না চোখে কারো
চাঁদাটা যে বাড়াতে হয় আরো,
আমাদের সুখ নিয়ে,পড়শির ঘুম নেই।


বিজ্ঞাপনে বাড়ে সাধ,পকেট গড়ের মাঠ
রুচির দোহাই-এ,আটকে রাখা ঠাঁটবাঁট,  
মেপে মেপে ভালো থাকা
দাম বাড়ে,বাড়ে না টাকা,
মাস শেষে প্রতিবারই বাজারে ছাঁটকাট।


হাঁড়ি কড়া ঠোকাঠুকি,আছে নেই দ্বন্দ্ব
পকেটের সুর তালেই পছন্দ অপছন্দ
শ্রাদ্ধ,মুখে ভাত,টান পড়ে হাত
গিলতে কষ্ট মোটা চালের ভাত,
দুপুরের সিরিয়ালে বাঁধা,জীবনের ছন্দ।


খবর হয় না কিছু,খেলাম কি না খেলাম
সততার ভার বয়ে জীবনটা হলো নিলাম,
চকচকে রাখতে বাইরের দিকটা
দেওয়ালে যে ঠেকে যায় পিঠটা,
ক্ষণে ক্ষণে মনে হয়,গরীব ভালো ছিলাম।