নিঃশেষ বারি
      অচিন্ত্য সরকার


সুখ-ভোগের উন্মত্ত মোহ-অন্ধ  মাদকতা
অপরিণামদর্শী কুচক্রী লোভের নাগপাশ,
মানুষের প্রকৃতি জয়ের অতি সক্রিয়তা
প্রকৃতি-মায়ের জগতে হেনেছে সর্বনাশ।


ভয়াল দূষণ দানব  ধরেছে চেপে টুটি
বিষাক্ত নোখে তার রক্তাক্ত সারা দেহ,
ওজনের সুরক্ষা বলয় হচ্ছে ফাটা ফুটি
ঋতুরা সব বিভ্রান্ত,সময় জানে না কেহ।


রুক্ষ শুষ্ক মেদিনী তৃষ্ণা-চৌচির মৃতপ্রায়
অন্তরের সলিল তার শুষে নেয় প্রতিদিন,
জীবন বারি ভান্ডার তার নিঃশেষ প্রায়
সুজলা সুফলা ধরা,আজ হচ্ছে দীনহীন।


জীবন হবেই সংশয়,নিঃশেষে ভূমি জল
প্রকৃতির আপন ছন্দ,থাকলে পাবো ফল।