ওগো দক্ষিণা বাতাস,
এমন সোহাগে দুলিও না শাখা;
বসন্ত অন্তিমে রিক্ত আমি
ফুল-সম্ভার হারা।


সময়ে খুলতে পারিনি জানালা
প্রতিহত হয়েছো তুমি বার বার;
উত্তরে বায়ে জমেছে বরফ
প্রেম-উত্তাপ হারা।


ফনিমনসার কণ্টক-ক্ষত
হৃদয় তপ্ত মরু,
তবু আছি বেঁচে,পেটে আর পিঠে
সামলে পকেট খানা।


লোকে বলে সুখ,তাই হাসি মুখ
পড়শিরা মরে জ্বলে;
ওগো,মুকুল ফোটাতে পারবেনা যদি
ভেঙো না সুখের মুখোশ খানা।