পৃখিবী নামের তিন নং গ্রহটি
ভন ভন কিংবা শোঁ শোঁ আওয়াজে
পাক খাছে-দিনের শুরু থেকে
রাতের  শেষ মুহুর্ত টি পর্যন্ত
বিরামহীন,অনবরত।
তার উপর হাত পা পিছলে পড়া
বুক দিয়ে সেঁটে থাকা মানুষ গুলো
বিকট প্রতিযোগীতায় হাত পা ছুটছে;
অপরের বঞ্চানার মধ্যে দিয়ে
নিজের প্রাপ্তির খোঁজে।
অগণিত মানুষ,ফরসা, শ্যামলা,কালো
        কারো পাঁজর গুলো,এক্সরে ফিল্মের মত,
কারো আবার তলপেটের  চর্বি টা
বিপদজনক ভাবে  হচ্ছে দৃঢ়;
কারো চোখ রঙিন,চোখই নেই কারো।
এরই মাঝে গণনায় নগণ্য
একদল অগ্রগন্য,একরাশ কালোটাকা,
সর্বভূক,আইনের বাইপাস কারবারী,
বিলাসিতার  অপচয়ে,কৌশলে কিনে নেয়
কোটি মানুষের বাঁচার অধিকার,নারী,প্রেম,সব…।