পঞ্চবান (১৭-২০)
            অচিন্ত্য সরকার


         ১৭. ভোর
                  অচিন্ত্য সরকার


আবছায়া আলো মেখে জাগছে পাখিরা
হালকা হাওয়ায় টুপটাপ পড়ে পড়ে
শিউলিতলা জুড়ে জমে ঝরা ফুল,
ভোরের বিছানা জুড়ে সুখের স্মৃতিরা
আলোর পরশ মেখে সাতরঙা ফুল।


          ১৮.গান
                 অচিন্ত্য সরকার


গানতো প্রাণে ওঠা প্রথম ঢেউ,
সৃষ্টির আদিতে কথা বলেনি কেউ
গান আপন ছন্দে লতায় পাতায়,
কথা আছে গান আছে সুখেদুখে
গানের বিশুদ্ধ সুর প্রাণ মাতায়।    
  


            ১৯.শুভেচ্ছা
                  অচিন্ত্য সরকার


শুভ জন্মদিন,প্রাণের কবিতা ক্লাব,
তোমার বাগানে সৃষ্টির কত বাহার,
তুমি মালী লালন করো রোজ
অসংখ্য কবিতা,গান ,নাটক,প্রোজ
সাহিত্য রসিক জনের জোগাও আহার।


    ২০.রাস্তা
          অচিন্ত্য সরকার


রাস্তায় পিচ নেই,গর্তের বাহার,
গভীর,অগভীর কত রূপ তার!
নতুন বৌ'র মতো ফুটফুটে টোটো
মাসের মধ্যে কেমন হয় আটপৌরে,
দুঃখের কথা,কারে আর কইরে!