পরমাণু (১১১-১২০)
      অচিন্ত্য সরকার


(১১১)চুরি


            পাহারায় আছে পুলিশ কুকুর,
              চুরি তবু রোজ হচ্ছে পুকুর।
  


           (১১২)  প্রকট


ভালোকে না বললে ভালো,
প্রকট তোমার মনের কালো।


          (১১৩) লক্ষণ


অহংকার অজ্ঞতার লক্ষণ
জ্ঞানের আলোয় বিনয়ী মন।


        (১১৪) দুঃসাহস


মায়ের দুধের উপাদান বিশ্লেষণ করো।
কারখানায় বানানোর চেষ্টা দুঃসাহস।


       (১১৫) নালিশ


জ্বালায় ভরা মন
সুখের ক্রিম মালিশ
শান্তি অধরা নালিশ।


      (১১৬) থাকুক


মুখোশ থাকুক...
তবে তা যেন মানুষের
আর মনুষত্বের হয়।


    (১১৭)সাজে


যে অন্যের কথাও ভাবে
তার মুখেই সভ্যতার কথা সাজে


    (১১৮) মেজাজ


দায় না নিতে হলে,
মেজাজটা ফুরফুরে রাখা সহজ।


      (১১৯)প্রয়োজন


খলের বাক্ চাতুর্যের প্রয়োজন বেশী।


    (১২০)দাতা


উড়ন্ত খই,
খুলির তলার দই,
একটু দাতা হই।