পরমাণু (৭১-৮০)
     অচিন্ত্য সরকার


(৭১)আনাড়ী
ভালোবাসা শব্দটার হৃদয়হীন উচ্চারণ,      
আনাড়ীর গলায় গানের মতন।


         (৭২)শব্দ          
    শব্দই দূষণ
    শব্দই ভূষণ।


        (৭৩) ধাঁধা
বাতি স্তম্ভের শীর্ষে আলো
তলায় আঁধার,
জীবনটাই মস্ত ধাঁধার।
        
         (৭৪)সমানুপাতিক
              হৃদয়ের দেওয়া নেওয়া
                স্বয়ংক্রিয়ভাবে সমানুপাতিক।
    
         (৭৫)হুজুগে
শক্তির দৌরাত্ম্য সর্বকালে সর্বযুগে,
   মূলধন আমজনতার হুজুগে।


         (৭৬)দূরদৃষ্টি
দূরদৃষ্টির জন্য চোখ,চশমা কোনটাই
অত্যাবশ্যক নয়।


         (৭৭)ভালো
ভালো শব্দটাই আপেক্ষিক ও অসম্পূর্ণ।


         (৭৮)পুঁথিপড়ো
পুঁথিপড়োর উঁচু নাক,
জ্ঞান দেখাতে সাজায় বাক্।


         (৭৯)বন্ধু
   বন্ধু হলো সাদা আলো।


          (৮০)প্রেম
প্রেম হলো জীবন রেসিপির লবণ।