প্রস্তুত থাকো ওডিপাস
অচিন্ত্য সরকার


দোহাই তোমাদের,চাঁদ কে চাঁদের মতো থাকতে দাও না, তার চরকা বুড়ির কল্পলোকে,ওর শয়ন কক্ষে তোমাদের দম্ভিত প্রবেশ কি অনধিকার চর্চা নয়? কেন বিরক্ত করো মঙ্গল কে বারবার তোমার দূষণ দুর্নীতি দরকার কি তার? হিমালয় কে দাও না নিশ্চিন্ত বিশ্রাম তার ঠান্ডা ঘরের বিশুদ্ধ বিলাসিতায় পার্থিব দূষণে ভরো কেন ধ্যানীর হৃদয়? সমুদ্র কে দূর থেকে দেখো,তার বুকের উদ্দামতা,তোমার তেল চিটচিটে হাতে ছুঁয়ো না,ওর মুক্তোগর্ভা শুভ্র শরীর।


অভিযানের নামে, প্রযুক্তির নামে প্রকৃতি রানীর শ্লীলতাহানি বন্ধ করো এখুনি। উন্নয়নের দোহাই দিয়ো না।গঙ্গার পেলব জরায়ু ছিড়ে,ইস্পাতের বিশাল দন্ড আর কংক্রিটের জঞ্জাল ঢুকিয়ে দেওয়া কি ধর্ষণ,না উন্নয়ন,বলো তো একবার শুনি! আসলে ক্ষমতা জাহিরের মোহে, আর দখলদারির উন্মত্ততায় আমরা সীদ কাটছি আপন ঘরে, আমার অন্নদাতার বৃষ্টিতে, আমার সন্তানের অক্সিজেনে, পৃথিবীর সুস্থতায়,বিষ ঢোকাচ্ছি মনে। ধর্ষণ করছি মাকে, মেটাতে ভোগ বিলাস পূর্ণ হয়েছে পাপ, প্রস্তুত থাকো ওডিপাস।