পাথর
          অচিন্ত্য সরকার


যারা পাথরের জীবন বৃত্তান্ত জানেনা,
তারাই তাকে কঠিন,পাষাণ,হৃদয়হীন,
এসব বলে অভিযোগ করে নিশিদিন।


সে তো ছিল কোমন,উষ্ণ ও নমনীয়
কঠিন বেষ্টনীর পেষণে অতিষ্ট হয়ে,
দুঃখে আর ক্ষোভে,গেছে ক্ষয়ে ক্ষয়ে।

পৃথিবী অভ্যন্তরে অবহেলিত অনুরাগ
গুমরে গুমরে একদিন ফেটে পড়ে,
প্রচন্ড বিক্ষোভে পৃথিবীর অঙ্ক পরে।


তখন আগুন ভেবে সবাই ছিটকে যায়
তাই সে নিদারুণ অভিমানে হয় নীরব ,
একেবারেই নির্লিপ্ত পাষাণ ভৈরব।


ঝর্ণার তরাঙ্গিত আলিঙ্গনে যেদিন
জমাট বাঁধা অভিমান বিগলিত তার,  
পাথরেও শোনা যায় প্রাণের ঝঙ্কার।


পাথর কল্লোলিত করেই ঝর্ণার বুকে
ওঠে কবিতার ছন্দ দোলার হিল্লোল
পাথরের পাষাণ ভূমে প্রেমের বোল।