পিকচার কথা (৬-১০)
              অচিন্ত্য সরকার


পিকচার কথা -২৫
               অচিন্ত্য সরকার


ঠাকুর দালাল জুড়ে মা'র মূর্তি গড়া শুরু
মা হচ্ছে মৃন্ময়ী,পূজো হলো এবার শুরু।
মাটির উপর রঙের টানে মা উঠবে সেজে
মৃন্ময়ী মা চিন্ময়ী হবে,ঢাক উঠবে বেজে।


         পিকচার কথা-২৪
               অচিন্ত্য সরকার


     ভিড় ঠেলে প্রতিমা দর্শন
               এবারটা বাদ রাখি,
       অনলাইনেই মাকে ধরে
                মনের পটে রাখি।


      পিকচার কথা-২৩          
            অচিন্ত্য সরকার


ঘাসের গালিচা বেয়ে,রামধনু রঙ ছুঁয়ে,
নীল আকাশে চাই মুক্তি,
মন টা রেখে কাঁচা,আবেগ ছুঁয়ে বাঁচা
না থাকুক বিশেষ যুক্তি।


        পিকচার কথা-২২
              অচিন্ত্য সরকার


কু-ঝিক্ ঝিক্ ট্রেন গাড়িতে নিয়ে গাছের চারা
মরুর দেশেতে পাঠিয়ে দেই,সবুজ স্বপ্নে ভরে,
শুদ্ধ বাতাস,ফুলে ফলে,প্রাণ পাবে সব সাহারা
সবুজ পৃথিবীর ঘুম ভাঙবে,সুস্থ দিনের ভোরে।


      পিকচার কথা-২১
           অচিন্ত্য সরকার


নানান ফুলের বাসন্তী বাহারে
প্রকৃতি সেজেছে কনের বেশে,
প্রেমের রঙে রাঙিয়ে তোমারে
কাছে থাকি হোলির আবেশে।


   (বি. দ্র.)  কবিতা ক্লাবের প্রকাশিত সংখ্যা শিরোনাম হিসেবে উল্লেখিত