পোকাকাটা কুঁড়ি
              অচিন্ত্য সরকার


পোকায় কেটেছে কুঁড়ি,
            অকালেই বুড়ো বুড়ি,
                স্বপ্ন সব হয়েছে আহত।
পাথর চেপেছে বুকে,
             রাহুর ছায়া সুখে,
                 শৈশব হয়েছে আঁধারে গত।


ইটের ভাটায় রোজ,
               মাথায় ইটের বোঝ,
                    বই খাতা স্বপ্নে ভাসে।
পাথরে হাতুড়ি মারি,
                 যত পারি তাড়াতাড়ি,
                     বাঁচার রসদ টুকু আসে।


মাথায় বোঝা তুলে,
                 খেলাধুলো যাই ভুলে,
                         খেটে চলি রাত্র দিন।
অর্ধেক খেতে পাই,
                   তবুও খেটে যাই,
                       এভাবে দিনে দিনে ক্ষীণ।


উন্নয়ন চলে রোজ,
                 পাঁচতারায় বাড়ে ভোজ,
                     আমাদের শৈশব যায় উড়ে।
শোষণের যাঁতাকলে,
                  দূষণের ছলে বলে,
                     কুঁড়িতেই আমরা মরি পুড়ে।