প্রাণের বাপুজী
           অচিন্ত্য সরকার


বাজারে ছোট,মেঝো,সেজো অতিমানুষদের
ক্ষমতার গরিমা ঝলছে ওঠে
তাদের শব্দ প্রয়োগের মহিমায়,
শরীরী ভাষার আস্ফালনে,দেহরক্ষির সংখ্যামানে,
আহারে বিহারে তারার জৌলুসে।
মাটিতে তাদের পা পড়েনা বিশেষ আর।
ক্ষমতা সে তো জাহির করার পোশাকি বাহার।


আর তুমি,
নেতার নেতা হয়েও কটিবস্ত্র করে সার
পদব্রজে করেছো বিহার।
মাটির মানুষে ভালোবেসে প্রতিবাদে হয়েছো মুখর,
আগলে রেখেছো তাদের দেশে বিদেশে।
তোমার ক্ষমতার প্রতিফলিত-
সত্য নিষ্ঠায়,আত্মসংযমে, নিঃস্বার্থ সেবায়,
পাশব উন্মত্তায় নয়।


স্থির লক্ষ্যে টলিয়েছো পাহাড় অহিংস বলিষ্ঠতায়।
আদর্শহীন,স্বার্থান্বেষী পাশব শক্তি নির্ভর মানুষ,
অহিংসার মর্মে বাঁকা চোখে চায়,
আপন চরিত্রের জলছায়ায়।


হাতে ধরা ষষ্টিতে অত্যাচারী কামানের শক্তিকে
পরাভূত করেছো প্রেমের সততায়।
সিংহাসন হয়নি,নামে বেনামে একাউন্ট হয়নি,
হয়নি অনেক কিছু তোমার,
কিন্তু আরও হাজার বছর ধরে,
প্রানের বাপুজী হয়ে থাকবে অমর।