প্রার্থণা
          অচিন্ত্য সরকার


ওরা ভাবে,তুমি আমায় বলেছো সঙ্গোপনে,
তোমার উপর ঘটে চলা অন্যায় প্রতিক্ষণে।
আমিও শান্তির মোহে,দিয়েছি অনেক সময়,
শুধরে নেয় কিনা ওরা,পেয়ে বিবেকের ভয়।
তোমার সহ্য ক্ষমতা,সে তো আমার রক্তেও,
তাই সহ্য করেছি,দিনের পর দিন সব দেখেও।
কিন্ত হায়,বিবেকহীন যারা,কুটিল অত্যাচারী,
তাকেও দুর্বলতা ভেবে,হয় আরও দুরাচারী।
বিবেক দংশনে মরি আমি,প্রতিদিন প্রতিরাত,
তবু শান্তি রাখার মোহে,করিনি তো প্রতিবাদ।
নিজের নীচুতার কারণ তবু,দেয় যে আমারে,
তাই তো সহ্যের বাঁধ আর রাখতে পারি নারে।
শরীরে কষ্ট পাই তবু,ফেটে পড়ি ভীষণ রাগে,
মনে হয় মানুষ আছি এখনও,যেমন ছিলাম আগে।
যারা বিবেকহীন,শোধরানো যায় না কোন দিন,
ফেটে পড়ি রাগে,এই সান্ত্বনায় হয়নি বিবেকহীন।
জানি না প্রভু,ঈশ্বরত্ব তোমার,কোথায় রাখ লুকিয়ে
কিছুটা বাড়তি দিতে যদি,দিতাম ওদের শুধরিয়ে।
সুন্দর পৃথিবী গড়েছো তুমি,করেছো বর্ণময়,
মনের নীচুতা ঘুচে যায় যেন,এই দাও পরাভয়।
যদিও তোমার বিধান আছে,সময়ের অনুপাতে,
সইতে যে বড় কষ্ট পাই,ঘুম আসে না রাতে।
চাই না অর্থ,জীবন ক্ষণ টুকু,সুজন সঙ্গে রাখো,
বিশ্বাস করে ঠকতে না হয়,এই টুকু কথা রাখো।
না যদি পারো, মনটাকে করো কঠিন মরুময়,
নীচুতা দেখে আমার যেন,এতো কষ্ট না হয়।