প্রতীক্ষায় তো আছি
অচিন্ত্য সরকার


জানি না কবে হবে শেষ সাত সমুদ্র দূর থেকে
উড়ে আসা শুধু তোমার কথার আবেশ।হৃদয়ে
হৃদয় ছুঁয়ে,চুলের ফাঁকে আঙুল চালিয়ে কথা
বলবে তুমি,আমার চিবুকে ঠোঁটে বারে বারে
চুমি, মাতাল করবে আমায় তোমার আলু কেশ।
জানি না প্রিয়ে, আরও কত সৌরবছর ঘুরে,
আসবে কিনা ফিরে, আবার সেই ভুলে ভরা কৈশোর। যদি আসে একবার, ভুল হবে না আর, নিশ্চয় জেনো,বেঁধে নেব ঘর, সব বাঁধা পেরিয়ে।অপেক্ষার পেয়ালায় অতৃপ্ত প্রেমের মদিরা ভরে,
পান করে চলেছি আমি মরু অভিযাত্রী।কবে হবে অবসান স্বপ্নের অভিমান,তুমি গাইবে গান, ভরে উঠবে তোমার সঙ্গে, উদ্দাম প্রেম রঙ্গে,আমার একাকী রাত্রি। প্রতীক্ষায় তো আছি, জানি না কত যুগ ধরে। এও জানি না,আর কত যুগ থাকতে হবে, এভাবে কবিতার ঘোরে, রাখতে অধর তোমার অধরে। অস্থির পারিতৃপ্তিতে তোমার বুকে রেখে মুখ, লুটে নিতে ক্ষণে অক্ষণে উষ্ণ রক্তের তরল-কঠিন সুখ।