প্রেম জয়গান
            অচিন্ত্য সরকার


মন মাঝে সপ্ত পরী,বাহুডোর শূণ্য
কাজ ভুল বার বার,দিক ভুল চোখ
উদাস বাতাস বয়, ছুটে যাই ঝোঁক
মনমরা সব কাজ, অনর্থ, নগণ্য।
কাজ আর কাজ শুধু,জানিনা কি জন্য
দেখি সব চারিদিকে,বৃথা এ ভূলোক
একের বিহনে কাঁদে,ক্লান্ত দুই চোখ
দিক ভ্রান্ত হয়ে মন,হতে চায় বন্য।


মন অবুঝ বড়ই,শোনে না বারণ
তারে বিনে সুখ কিনে,হয়না প্রশান্ত
দশ দিক খুঁজে ফেরে,হয়ে হয়রান।
যতই বোঝাই তারে,বোঝেনা কারণ
মরে যাবে জানে তবু,হবেনা তো শান্ত
জীবন এভাবে গায়,প্রেম জয়গান।