প্রেমের মন্ত্রে        
           অচিন্ত্য সরকার


বন্ধু এসো,হাতে হাত,ঠোঁটে ঠোঁট,বুকে রাখি বুক,
ক্ষণিক জীবনে পেতে এককণা স্বর্গের মতো সুখ।ক্ষণিকের অতিথি সবাই আমরা,
ভেঙে ফেলি সব বিভেদ কামরা
অর্থ,স্বার্থের পঙ্কিলতায় পৃথিবীর যে ভীষণ অসুখ।


আসার দিনেই কেটেছি টিকিট,ফেরার ট্রেনের,
কিছু টা সময় হাতে যদি পাই,হোক তা প্রেমের।
কত টুকু পাবো কেও না জানি,
কিসের জন্যে এতো হানা হানি
তাই করি আয়োজন,সকলে মিলে মিলন উৎসবের।


কতক্ষণ আছি পৃথিবীর বুকে,কখন বা যেতে হবে,
জানি না কেও,জানি শুধু এই,ফিরতে হবেই হবে।
তবু কেন ছোটা স্বার্থের দ্বন্দ্বে,
এসো গাই গান প্রেমের ছন্দে
হৃদয়ে হৃদয়ে পাতলে কান,ক্ষণিক ক্ষণ অক্ষয় রবে।


এসো বন্ধু,প্রাণের কাছে হৃদয়ে মিলিয়ে হৃদয়,
সব বাঁধা আজ হোক অবসান,সব ভয় করে জয়।
ক্ষণিক সময় টুকু হোক বসন্ত
দূষণ জরা মিথ্যের হোক অন্ত,
প্রেমের অমৃত ছোঁয়ায় ভীষণ মৃত্যু,হোক মৃত্যুঞ্জয়।


রঙ ছড়াক পলাশ শিমুল দক্ষিণ বাতাসে ডানা মেলে,
কাছে আয় সব,রঙের হোলিতে ভেদাভেদ ঝড়ে ফেলে।
হলাম না হয় ক্ষণিক অতিথি,
রাখতে তো পারি অক্ষয় প্রীতি
মৃত্যুর চাতুরি ব্যর্থ করি,প্রেমের মন্ত্রে হেসে খেলে।