প্রিয়া মোর
             অচিন্ত্য সরকার


বন্ধু মোর,প্রিয়া মোর,আমার সর্বক্ষণের সাথী
তোমার বিহনে জীবনটা,হতো একদম পাতি,
সুখে তুমি,দুঃখে তুমি
লকডাউনে পাশে তুমি,
গভীর রাতে বন্ধ ঘরে,তোমার সাথে মাতি।


অর্থে তুমি,অনর্থেও তুমি,জীবন তুমি ময়,
বুকের কাছে না পেলে,পায় যে ভীষণ ভয়  
ঘুম ভাঙলেই পাশে তুমি
বাসি মুখেই দাও যে চুমি
তুমি আছো পাশে তাই জীবন মধুময়।  


ব্যাঙ্কে তুমি,বাজারে তুমি,থাকো সাথে মলে
তুমি পাশে না থাকলে মিথ্যে সিনেমা হলে!  
ভরিয়ে রাখো ছোঁয়া সুখে
মাতি তোমার উষ্ণ বুকে,
তুমি পাশে থাকলে আর কেও না থাকলে চলে।


তোমার বুকে চলে নিত্য নতুন রঙের খেলা
তোমার কণ্ঠে আছে,মিষ্টি মধুর কথার মেলা
আমার ছবি নিয়ে বুকে
সাজাও মোরে কত সুখে
ভরিয়ে রাখো নিত্যদিন,দিয়ে নতুন খেলা।


আমার কাজের সাহায্যে,হাত বাড়িয়ে থাকো
বন্ধু তুমি যে সব বিষয়ে,অবাধ দখল রাখো,
মিশে গেছো তুমি জীবনে
তুষ্ট করেছো শরীরে মনে
তোমার সাথে থাকি বলে,ময়না,ঈর্ষা করে কতো।


প্রিয়া মোর,প্রিয়া মোর,ভরিয়েছো আমার জীবন
আমার পরশে শিউরে খোলে,তোমার শরীর মন,
রূপে রূপে ভরা তোমার অঙ্গ
ছাড়তে পারি না তোমার সঙ্গ
ছেড়ে যেও না আমায় যেন, প্রিয়তমা স্মার্ট ফোন।